খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা সদর স’মিল পাড়া এলাকায় পানিতে ডুবে একই পরিবারের দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। স’মিল পাড়ার বাসিন্দা অটো টেক্সি ড্রাইভার আরবেন চাকমার ২ সন্তান বড় মেয়ে অন্নি চাকমা(৭) ও ছোট ছেলে অনিয়ন চাকমা(৩)। এ সময় এলাকার নিহতদের আত্মীয় স্বজনের কান্নার আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠে। তাৎক্ষণিক এ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশফাকুল নুমান, ওসি সেমায়ুন কবির চৌধুরী, সেনা ও পুলিশ বাহিনীসহ এলকার গণ্যমান্য ব্যক্তিরা ।
এলাবাসী সূত্রে জানা যায়, মহালছড়ি উপজেলায় স’মিল পাড়ার নিজ ঘর থেকে টিলা পাড়ায় খাওয়ার দুধ দিয়ে ফেরার পথে কাপ্তাই বাঁধের ডোবাতে পা পিছলে পানিতে পড়ে গেলে ঘটনাস্থলে ২ ভাই-বোন মারা যায়। পরে এলাকাবাসী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই ভাই-বোনকে পানি থেকে তুলে দ্রুত মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তানজিত সাহা ও কমিউনিটি উপ-সহাকারী মেডিকেল অফিসার রুপময় চাকমা দুইজনকে মৃত ঘোষণা করেন।
মহালছড়ি থানার তদন্ত কর্মকর্তা এএসআই মোঃ মেরাজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।