পানছড়ি কলেজে মোট পরিক্ষার্থীর সংখ্যা ৬শ ২০জন। এরমধ্যে পাশ করেছে ৩শ ৯জন। পাশের হার ৫০ শতাংশ। বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০জন। পাশ করেছে ২ জন। মানবিক বিভাগে মোট পাশ করেছে ২শ ১জন। এবং ব্যবসা শিক্ষায় পাশ করেছে ১শ ১০ জন।
গত বছর পানছড়ি কলেজে মোট পরিক্ষার্থীর সংখ্যা ৫শ ৯৮ জন। এরমধ্যে পাশ করেছে ৩শ ৮৩ জন। ফেল করেছে ২শ ১৫ জন। পাশের হার ৬৪ শতাংশ।