পৃথিবী আলোকিত করে
জন্মে ছিলে তুমি পিতা,
টুঙ্গীপাড়ার এক গাঁয়ে
সেই ১৯২০ সালের ১৭ মার্চ ৷
তুমি আজও বেঁচে আছো
পিতা তুমি যুগে যুগে বেঁচে থাকবে,
প্রতিটি মানুষের হৃদয়ে তোমার জন্ম
হৃদপিণ্ডের স্পন্দনে শুধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু ৷
তোমার নাম নিলে শরীরে শক্তি জাগে
কানে বাজে বজ্রকন্ঠের সেই ধ্বনি,
আমার বাঙালিদের দাবায়ে রাখতে পারবে না
তোমার বাঙালিরা দাবায়ে যাইনি, যাবে না ৷
ধন্য তোমার গোপালগঞ্জ টুঙ্গীপাড়া নয়
তোমার জন্মে ধন্য সারা বাংলা, বিশ্ববাসী,
তোমার জন্যই তো আমরা ঐক্যকন্ঠে গাইতে পারি
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি ৷
হাজারো সালাম শ্রদ্ধা জানাই
শেখ লুৎফর রহমান, সায়েরা খাতুনের পদতলে,
তোমার জন্মদাতা, জন্মধাত্রী বলে
তোমার জন্ম না হলে হতো না এই দেশ ৷
পিতা আমরা তো বেঈমান জাতি
বেঈমানী, বিশ্বাস ঘাতকতা করেছে তোমার সাথে,
ভুলে গিয়েছিল দেশের জন্য তোমার ঋণ
১৭ মার্চ হবে সফল, পিতা শুভ জন্মদিন ৷
