প্রিয় গৌতমের মতো আমিও সংসার ছেড়ে
হবো প্রকৃত মানব
অরণ্য-আলোয় সূর্যের সভায়
হবো প্রস্ফুটিত কুসুমের অবয়ব।
ভান্তের মসৃণ মেধায় সন্ধ্যার সুসজ্জিত
আলো-অন্ধকারে আমি জ্বলি
বুনোহাঁস আর কাকের গ্রীবায়
মেখে রাখি ধূসর জলুস আর
স্বরচিত প্রাণবন্ত মন্ত্রাবলি
এই সংসার আসলে তো একটা বিরাট নদী-নিরজ্ঞনা যার নাম
কুঁকড়ানো বিশদ তিমিরে পাড়ি দেবো একা
অমিতাভদ্যুতি-সত্যকাম…