বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের ক্যাচিংঘাটাস্থ এলাকায় সাঙ্গু নদী থেকে ক্যাচিংঘাটা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র মোহাম্মদ রাকিব হাসানের (১০) লাশ উদ্ধার করা হয়।
দমকল বাহিনীর ইউনিট অফিসার রণবির দাশ জানান, আত্মীয় স্বজনের সঙ্গে বুধবার সাঙ্গু নদীতে নৌকা ভ্রমণে গিয়ে নৌকা থেকে পড়ে পানিতে ডুবে যায়। ডুবুরী দলসহ স্থানীয় দমকল বাাহিনী ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার নদী থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত ছাত্র জেলা সিভিল সার্জন অফিসের কর্মচারী আব্দুস শুক্কুরের ছেলে। লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমির হোসেন জানান, সাঙ্গু নদীতে পানিতে ডুবে যাওয়া নিখোঁজ স্কুল ছাত্রের মৃতদেহ পাওয়া গেছে।