পার্বত্য জেলা রাঙামাটিতে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে ‘শিশু ও নারী উন্নয়ন বিষয়ক রির্পোটিং’ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার সকালে রাঙামাটি প্রেসক্লাব মিলনায়তনে দু’দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেছেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ’র (পিআইবি) মহা-পরিচালক জাফর ওয়াজেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শফি কামাল। আরও উপস্থিত ছিলেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ’র (পিআইবি) পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন, রাঙামাটি প্রেসক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার আল হক প্রমুখ। কর্মশালায় ৩০ গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করছেন বলে জানিয়েছেন আয়োজকরা।
প্রথমদিনের কর্মশালায় শিশু অধিকার সনদ, শিশু নির্যাতন, সিডও সনদ/প্রতিবন্ধী শিশু ও অধিকার, নারী উন্নয়ন নীতিমালা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন জেন্ডার স্পোশালিস্ট ও সাংবাদিক আব্দুল্লাহ শাহরিয়ার।
আগামীকাল রোববার কর্মশালার সমাপনী দিনে বিভিন্ন ধরণের রিপোটিং, শিশু ও নারী বিষয়ক রিপোটিং এবং ভাষা ব্যবহার বিষয়ে কর্মশালায় প্রশিক্ষণ দিবেন ইংরেজি দৈনিক ডেইলি সান’র বিজনেস সম্পাদক মো. জিয়াউর রহমান।
কর্মশালার শেষে বিকালে প্রশিক্ষণের মূল্যায়ন, সনদ বিতরণ এবং সমাপনী ঘটবে।