প্রথাগত আইনে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী নারীদের সমঅধিকার নিশ্চিত করার দাবিতে বান্দরবানে মানববন্ধন করেছে পাহাড়ী নারীরা। শনিবার বিকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে অনন্যা কল্যান সংগঠন, সিএইচটি ওমেনস একটিভিস্ট ফোরাম এবং বাংলাদেশ নারী প্রগতী সংঘের যৌথ উদ্যোগে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন অনন্যা নারী কল্যান সংস্থার পরিচালক ডনাই প্রু নেলী, আইনজীবী সুস্মিতা চাকমা, বান্দরবান উইমেন চেম্বার অব কমার্সের সভানেত্রী লাল সানি লুসাই’সহ নারী নেত্রীরা। এছাড়াও ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলার বিভিন্ন স্থানের প্রায় শতাধিক নারী অংশ নেয়। নারীদের দাবীর সঙ্গে একাত্মতা প্রকাশ কওে স্থানীয় পুরুষদেরও মানববন্ধনে অংশ নিতে দেখা গেছে।
মানবন্ধনের সমাবেশে বক্তারা বলেছেন, পাহাড়ী জনগোষ্ঠীর নারীদের সমঅধিকার না দেওয়ার কারনে বিভিন্ন ক্ষেত্রে নারীরা বৈষম্যের শিকার হচ্ছে। যার ফলশ্রুতিতে পিছিয়ে যাচ্ছে পাহাড়ী নারীরা। প্রথাগত আইনে পাহাড়ী নারীদের সমঅধিকার নিশ্চিত করার দাবি জানান তারা।
নারীর সমঅধিকারের দাবিতে বান্দরবানে মানববন্ধন
