রাঙামাটির লংগদু উপজেলার একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নিবাস উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে রাঙামাটি আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এটি উদ্বোধন করেন।
এসময় দীপংকর তালুকদার বলেন, ‘সমাজ সংস্কৃতি শিক্ষা ও অর্থনৈতিক প্রতিটি খাতে নারীরা সমান তালে এগিয়ে যাচ্ছে। নারীদের এগিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করছে সরকার। শিক্ষা ক্ষেত্রে নারীর অগ্রযাত্রা বেগবান করতে পর্যাপ্ত নারীবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান দরকার। নারীরা শিক্ষিত হলে জাতি উন্নত হবে।’
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত এ ছাত্রী নিবাসে শতাধিক শিক্ষার্থীর আবাসনের সুবিধা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও শিক্ষা কমিটির আহবায়ক অংসু প্রু চৌধুরী, জেলা পরিষদ সদস্য বেগম মনোয়ারা, লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, আওয়ামীলীগ নেতা রফিক তালুকদার, বাবুল দাশ বাবু, রকি চাকমা, সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম সাগর প্রমুখ।