‘তথ্য অধিকার সংকটে হাতিয়ার’ প্রতিপাদ্য নিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তন সভাকক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া আফরিন কচি।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. শফিউল্লাহ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) আশারাফুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজা মিয়া, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. ইমরান, থানার ওসি (তদন্ত) মো. বেলাল হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।