রাঙামাটির নতুন জেলাপ্রশাসক শামসুল আরেফিন বুধবার তাঁর কার্যালয়ে নতুন দায়িত্বভার গ্রহণ করেন। এসময় সদ্য বিদায়ী জেলাপ্রশাসক নতুন জেলাপ্রশাসককে তাঁর দায়িত্ব বুঝিয়ে দেন। সদ্য বিদায়ী জেলাপ্রশাসক মোঃ মোস্তফা কামাল বুধবার বিকালে রাঙামাটি ত্যাগ করেন।
নতুন দায়িত্ব নিয়ে জেলাপ্রশাসক বিভিন্নজনের সাথে মত বিনিময় করেন। প্রথম দিনে জেলাপ্রশাসক শামসুল আরেফিন তাঁর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচিত হলেন।
বিদায়বেলায় রাঙামাটিবাসিকে শুভেচ্ছা জানিয়ে জেলা প্রশাসক মো: মোস্তফা কামাল,দায়িত্বপালনকালে সহযোগিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।