করোনা সংকট মোকাবেলায় জেলার দীঘিনালায় দুর্গম এলাকায় ঘরে ঘরে গিয়ে কর্মহীন, দরিদ্র এবং অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী হিসেবে খাদ্যদ্রব্য বিতরণ করেছে সেনাবাহিনী। খাগড়াছড়ি রিজিয়নের দেওয়া খাদ্যদ্রব্য দীঘিনালা সেনাজোনের সদস্যরা কাঁধে করে নিয়ে সোমবার ৬টি গ্রামের ৪০০ পরিবারের মাঝে পৌঁছে দিয়েছেন।
উপজেলার বেতছড়ি পূর্বপাড়া, লক্ষিচন্দ্র কার্বারি পাড়া, নৌকাছড়া, তারাবুনিয়া, পাকুজ্যাছড়ি এবং সীমানা পাড়ায় এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
পাকুজ্যাছড়ি এলাকায় সেনাবাহিনীর উপহার সামগ্রী পাওয়া সেবিকা চাকমা (৫০), মিলনা চাকমা (৪৫) এবং উত্তম কুমার চাকমা (৫২) জানান, করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে তাদের এলাকায় কোন সংস্থা কোন প্রকার ত্রাণ বা সাহায্য দেয়নি। দীর্ঘদিন ধরে কর্মহীন থাকায় তারা খাদ্য সংকটে ছিলেন তারা। এমন সময় সেনাবাহিনীর খাদ্য উপহার পেয়ে তারা অনেকটা আশার আলো দেখছেন।
খাদ্যদব্য বিতরনের নেতৃত্বে থাকা ক্যাপ্টেন মোহাম্মদ সাকিব হোসেন জানান, বৈশ্বিক করোনা পরিস্থিতে মানুষের সংকটে সেনাবাহিনী সহযোগিতা দিয়ে যাচ্ছে; সহযোগিতার এ ধারা অব্যাহত থাকবে।