খাগড়াছড়ির দীঘিনালায় যাত্রীবাহি জীপের (চাঁদের গাড়ি) সাথে মুখোমুখি সংঘর্ষে নিউটন চাকমা ও শুক্রচাঁদ চাকমা নামের দুই মোটর সাইকেল চালক আরোহী নিহত হয়েছেন। বুধবার সন্ধা ৬ টায় দীঘিনালা-বাঘাইহাট সড়কের শান্তি কুমার কার্বারী পাড়ার রিজার্ভছড়া নামক এলাকায় মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, নিউটন চাকমা ভাড়ায় মোটর সাইকেল চালাত। দুর্ঘটনায় ঘটানস্থলেই সে নিহত হয়। তার মোটর সাইকেলে থাকা দুই যাত্রী শুক্রচাঁদ ও সত্যপ্রিয় চাকমা গুরুতর আহত হন। আহতদের খাগড়ছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে শুক্রসেন চাকমা রাত আনুমানিক সাড়ে আটটার দিকে মারা যায়।
নিহত মোটর সাইকেল চালক নিউটন চাকমা রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের নন্দারাম এলাকার ইন্দ্র কুমার চাকমার ছেলে। তবে সে বেশ কিছুদির যাবৎ পরিবার নিয়ে দীঘিনালার জারুলছড়ি এলাকায় বসবাস করছিল।
দীঘিনালা থানার এস আই এহতেশামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।