খাগড়াছড়ি দিঘিনালা উপজেলায় রবিবার সকালে সন্ত্রাসী অস্ত্রধারীদের গুলিতে ইউপিডিএফ সদস্য সুদৃষ্টি চাকমাকে হত্যা ও হৃভি চাকমাকে আহত করার প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক যুব ফোরাম।
সোমবার সকাল ১১টায় পানছড়ি ডিগ্রী কলেজ গেইট থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের জিরো মাইল এলাকা ঘুরে জিয়া স্কোয়ারে এসে সমাবেশে মিলিত হয়।
এতে উপজেলা যুব ফোরামের সহসভাপতি রহিন ত্রিপুরার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বির্বতন চাকমা, যুব ফোরামের যুগ্নসাধারণ সম্পাদক সুসময় চাকমা, পানছড়ি উপজেলা পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুনিল ত্রিপুরা, পানছড়ি ডিগ্রী কলেজ হিল ইউমেন্স ফেডারেশনের সদস্য লিজা চাকমা প্রমূখ।
সমাবেশ থেকে বক্তারা এই ঘটনার জন্য সন্তু লারমা সমর্থিত জনসংহতি সমিতিকে দায়ী করে অবিলম্বে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান পদ থেকে অপসারণ ও সন্তু লারমার বিচার দাবী করা হয়।
আরো দেখুন
খাগড়াছড়িতে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা, তদন্ত কমিটি গঠন
খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল এণ্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানার বিরুদ্ধে দশম শ্রেণীর …