রাঙামাটির লংগদু উপজেলার শতাধিক দরিদ্র ও নিম্ন আয়ের মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে গাথাঁছড়া বায়তুশ শরফ মাদ্রারাসা ও এতিমখানা কমপ্লেক্স। সোমবার সকালে কমপ্লেক্স মাঠে শারীরিক দূরত্ব বজায় রেখে চাল ডাল আলু তেল লবনসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থী ও পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় এ খাদ্য সহায়তা প্রদানের সময় উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাইনুল আবেদীন, সহকারী কমিশনার (ভূমি) ক্যাথোয়াইপ্রু মারমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল আলী, প্রতিষ্ঠানের সুপার হাজী ফোরকান আহাম্মেদসহ শিক্ষকমণ্ডলীরা উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় আমাদের ঘরে থাকার বিকল্প নাই। সরকারের পাশাপাশি ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে খাদ্য সহায়তা অব্যাহত আছে। আপনারা শুধু ঘরে থেকে নিজেকে, পরিবারকে ও দেশের মানুষকে নিরাপদে রাখুন।