জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ‘হাজী মুন্সী মিয়া কিশোর সংঘ’ আয়োজিত সৌখিন ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাঘাইছড়ি হাজী মুন্সী মিয়া ক্রিকেট মাঠে শুক্রবার বিকাল ৩টায় ফাইনাল ম্যাচ শুরু হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি মো. শাহরিয়ার হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম। বিশেষ অতিথি ছিলেন ১নং ওয়ার্ড বাঘাইছড়ি পৌর কাউন্সিলর মো. হোসেন, কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, সাবেক পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের উপজেলা সভাপতি মো. আবসার হোসেন, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল হামিদ, লিটন দাশ।
উল্লেখ্য, ২ জানুয়ারি উদ্বোধন হওয়া এই টুর্নামেন্টে ছয়টি দল অংশ নেয়। ফাইনালে দক্ষিণ আফ্রিকা দলকে ৬ উইকেট হারিয়ে সৌদিআরব দল চ্যাম্পিয়ন হয়। পরে খেলোয়াড় ও অতিথিদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে খেলা সমাপ্তি হয়।