বান্দরবান জেলার থানছি উপজেলায় প্রবল বৃষ্টিপাত ও বন্যায় ঘরবাড়ী ও জুমের ফসল ক্ষতিগ্রস্থ হওয়া ৩ ইউনিয়নের ৩৬৬ পরিবারকে প্রাথমিকভাবে ৩ হাজার টাকা করে ১০ লক্ষ ৯৮ হাজার টাকা সহায়তা দিল স্বেচ্ছাসেবী সংগঠন বিএনকেএস। একশন এইড বাংলাদেশ এর অর্থসহায়তায় বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস)এর ‘অর্গানাইজিং এথনিক সোসাইটিস ফর ইম্প্রুভিং দেয়ার সোস্যাল সেফটি ’ প্রকল্পের আওতায় এ আর্থিক সহায়তা প্রদান করা হয় বলে জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার থানছি সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করেন।
বলিপাড়া নারী কল্যান সমিতি (বিএনকেএস) এর ষ্পনসরশীপ ম্যানেজার উবানু মারমা এর সঞ্চালনে, নির্বাহী পরিটালক হ্লানুসিং মারমা সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এসময় একশন এইড বাংলাদেশ এর প্রধান ফারাহ কবির,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বকুলি মারমা,উপজেলা সংরক্ষিত মহিলা সদস্যা নুচিংপ্রু মারমা ,একশন এইড বাংলাদেশ এর ম্যানেজার মোঃ আলীম, বাংলাদেশ মানবাধিকার কমিশনের থানছি উপজেলা সভাপতি অনুপম মারমা,বিএনকেএস এর ম্যানেজার প্রেসল চাকমা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আরো দেখুন
কারাতে ফেডারেশনের ব্ল্যাক বেল্ট প্রাপ্তদের সংবর্ধনা
বাংলাদেশ কারাতে ফেডারেশন হতে ২০২১ সালে ব্ল্যাক বেল্ট বিজয়ী রাঙামাটির কারাতে খেলোয়াড়দের সংবধর্না দিয়েছে রাঙামাটি …