বান্দরবানের থানচিতে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে বিজিবি। বুধবার বিকালে উপজেলার বড় মদকের দুর্গম আন্দারমানিক এলাকা থেকে আটক করা হয়। আটকরা হলেন, ধনঞ্জয় ত্রিপুরা (৩৪) ও কসলৈগ্যা ত্রিপুরা (৬৪)।
৩৩ বিজিবি কমান্ডার লে. কর্নেল কামরুল ইসলাম জানান, আটকরা এলাকায় ত্রাস সৃষ্টি করে স্থানীয় অধিবাসীদের থেকে চাঁদা আদায় করত। তাদেরকে থানচির বড় মদকের দুর্গম আন্দারমানিকের রিজার্ভ এলাকা থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় হস্তান্তর করা হয়েছে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর আলী জানান, দেশীয় অস্ত্রসহ দুজন সন্ত্রাসীকে বিবিজি বৃহস্পতিবার সন্ধ্যায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির মামলা দায়ের করা হবে।