তিন পার্বত্য জেলায় শান্তিপূর্ণ হরতাল চলছে। সকাল থেকেই তিন পার্বত্য শহর রাঙামাটি,খাগড়াছড়ি এবং বান্দরবানে পিকেটিং করছে বিরোধীজোটের নেতাকর্মীরা।
পার্বত্য শহর রাঙামাটিতে সকাল থেকেই শান্তিপূর্ণ পিকেটিং করেছে বিরোধীজোটের নেতাকর্মীরা। রিজার্ভবাজার,বনরূপা,কলেজগেইট,তবলছড়িসহ বিভিন্ন এলাকায় পিকেটিং করেছে বিএনপি ও সহযোগি সংগঠন যুবদল,ছাত্রদল,শ্রমিকদল,জাসাস,সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এই সময় খন্ড খন্ড মিছিলও করে তারা।রিজার্ভবাজার এবং তবলছড়িতে জেলা বিএনপির দুইনেতা দীপেন দেওয়ান ও মনীষ দেওয়ান সমর্থকদের আলাদা আলাদাভাবে পিকেটিং করতে দেখা গেছে। তবে শহরের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিকেলে শহরের বিভিন্ন পয়েন্টে আর পিকেটারদের জোরালো তৎপরতা চোখে পড়েনি। জেলা বিএনপির একজন দায়িত্বশীল নেতা জানিয়েছেন, রাঙামাটির বাস্তবতায় বিকেল থেকে রাত অবধি আমরা আর কঠোর পিকেটিং করছিনা,তবে ভোর থেকেই আবার জোরালো পিকেটিং শুরু হবে।
এদিকে শুক্রবারের সহিংসতার ঘটনায় গ্রেফতার হওয়া যুবদল কর্মী সবুজ এবং জামাতকর্মী মঞ্জুকে রবিবার আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে বলে জানিয়েছেন রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম পনির।
সকালে কাপ্তাই উপজেলায় পুলিশ বিনা উস্কানিতে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান দিলদার হোসেন এর ভাই একরাম হোসেনকে আটক করেছে বলে অভিযোগ করেছেন তিনি। তবে দুপরের পর তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।