জাতীয় নির্বাচনে নিরাপত্তাসংক্রান্ত কারণে তিন পার্বত্য জেলা রাঙামাটি,খাগড়াছড়ি এবং বান্দরবানে মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখা হয়েছে।
তিন পার্বত্য জেলা থেকে নির্বাচন সংক্রান্ত নিরাপত্তা কমিটির বিশেষ সভায় গৃহীত সুপারিশ নির্বাচন কমিশনে পাঠানোর পর নির্বাচন কমিশনের নির্দেশনার ভিত্তিতে তিন পার্বত্য জেলায় সবগুলো মোবাইল অপারেটর এর সার্ভিস আপাতত: বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টসূত্রগুলো।
রাঙামাটির জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ মোস্তফা কামাল জানিয়েছেন,আইনশৃংখলা কমিটির সভায় গৃহীত সুপারিশ আমরা নির্বাচন কমিশনে পাঠিয়েছিলাম,পরবর্তী সিদ্ধান্ত কমিশনই নিয়েছে।
এদিকে পূর্বঘোষনা ছাড়া আকস্মিক মোবাইল নেটওয়ার্ক বন্ধ করায় বিপাকে পড়েছে পাহাড়ের কয়েকলক্ষ মানুষ। নির্বাচনের প্রার্থী ও এজেন্টারও পড়েছেন বিপদে। ধারণা করা হচ্ছে,ভোটগ্রহন শেষে আবার নেটওয়ার্ক চালু করা হবে।