ভয় নেই পৃথিবী দেবো,চুপ করো।
যা হবার তো হয়েই গেছে,গোল্লায় যাক।
বিবেক তো বিলিয়ে দিয়েছো,ক্ষতি নেই-
দু’চোখ বন্ধ করো।
অনুভবে কি পেয়োছো? কিছুই কি পাওনি?
বিভোর স্বপ্নে দেখো,হরিশচন্দ্র আমি
আরে কলি কালের,বিশ্বাস হচ্ছেনা বুঝি?
প্রশস্ত বুকের অনুভূতিতে যৌবনের বন্যার জলে
ভাসিয়ে দিলাম তোমায়
তবুু তোমায় ফিরিয়ে দিতাম না-
ডবশ্বাস হচ্ছেনা বুঝি?