তপোবন আশ্রম রাঙামাটি শাখার উদ্যেগে বিশ্বশান্তি কামনায় আগামী ১২ ও১৩ ফেব্রুয়ারী ১৭তম শ্রী শ্রী গীতা হোমযজ্ঞ রাঙামাটি শহরের ভেদভেদীস্থ রাঙাপনি তপোবন আশ্রমে অনুষ্টিত হবে। ঋষি পরম্পরায় আগত স্বর্নযুগের যুগাবতার ও পুর্নব্রম্ম শ্রী হরিনাম সর্ংকীর্তনের প্রবর্ত্তক শ্রী শ্রী পরমহংস মহাযোগী শ্রীমৎ স্বামী সুরেশ্বরানন্দ পুরী গুরু মহারাজ এর প্রতিষ্ঠিত ও কেন্দ্রীয় তপোবন আশ্রমধ্যক্ষ- শ্রী শ্রী শ্রীমৎ স্বামী প্রাঞ্জলানন্দ পুরী মাহারাজের নির্দেশনায় পরিচালিত ঐতিহ্যবাহী তপোবন আশ্রমে মহতী ধর্মসভা,সমবেত উপাসনা ও বাৎসরিক শ্রী শ্রী গীতাহোমযজ্ঞের আযোজন করা হয়েছে। ১২ ফেব্রুয়ারী বুধবার অনুষ্টান সুচীর মধ্যে রয়েছে, ভক্তিমুলক গানের অনুষ্ঠান তপোবন সঙ্গীত,সন্ধ্যারতি ও সমবেত উপাসনা,মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও মহতী ধর্মসভা,শ্রী শ্রী গীতাহোমযজ্ঞের শুভ অধিবাস। ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার মঙ্গলারতি,শ্রী শ্রী গীতাহোমযজ্ঞের মঙ্গলঘট স্থাপন,সমবেত উপাসনা ও শ্রী শ্রী গীতাহোমযজ্ঞের শুভারম্ভ,গুরু মহারাজের রাজভোগ,মহাপ্রসাদ বিতরন ও শ্রী শ্রী গীতাহোমযজ্ঞের পুর্নাহুতি।
উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে অনুষ্টান সুচীর সকল পূণ্যময় মাঙ্গলিক অনুষ্টানে জাতি,ধর্ম,বর্ন,গোত্র নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। উপরোক্ত সকল অনুষ্টানে পৌরহিত্য করবেন কেন্দ্রীয় তপোবন আশ্রমধ্যক্ষ শ্রী শ্রী শ্রীমৎ স্বামী প্রাঞ্জলানন্দ পুরী মাহারাজ।
আরো দেখুন
বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে মুক্তিযোদ্ধার জয়
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রাঙামাটি বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে বড় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু …