মাচালং ও ও ভাইবোনছড়া এলাকায় ইউপিডিএফ এর বিরুদ্ধে ২ টি কেন্দ্র দখলের অভিযোগ করেছেন জনসংগতি সমিতি(্এমএনলারমা) সমর্থিত প্রার্থী সুদর্শন চাকমা।
তিনি আরো অভিযোগ করেছেন,তালুকদারপাড়া এলাকার কেন্দ্রের আশেপাশে সন্তু লারমা সমর্থিত জেএসএস কর্মীরা সশস্ত্র অবস্থান নেয়ায় সাধারন ভোটাররা ভয়ে কেন্দ্রে আসছেনা।
দাঙ্গাবাজার এলাকায় ইউপিডিএফ কর্মীরা একটি কেন্দ্রের নিয়ন্ত্রন নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ভোটের সামগ্রিক চিত্র খুউব খারাপ মন্তব্য করে তিনি বলেন,ভোটাররা ভয়ে কেন্দ্রে আসছেনা।
এদিকে জনসংহতি সমিতি(সন্তু)র প্রার্থী বড়ঋষি চাকমা সকাল সাড়ে দশটায় তুলাবান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বলে জানিয়েছেন।