রাঙামাটির জুরাছড়ি উপজেলা পরিষদের নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। জেলার দশ উপজেলার মধ্যে গত দুই দফায় পাচঁটি উপজেলার নির্বাচন শেষ করে রবিবার চতুর্থ পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হয় এ একটি মাত্র উপজেলায়। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতই,তবে ভোট কেদ্রে গুলোতে নারী ভোটারের উপস্থিতি ছিলো তুলনামূলকভাবে বেশি ।
জুরাছড়িতে ভোটার সংখ্যা ১৫ হাজার ৩শ ৩২জন। মোট ১৩টি কেন্দ্রে ভোট গ্রহন চলছে। এর মধ্যে ৬টি কেন্দ্রে ভোট গ্রহনের জন্য নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠতে হেলিকপ্টারের সহায়তা নেয়া হয়েছে।
যোগাযোগে একমাত্র নৌ যোগাযোগের মাধ্যম থাকা দুর্গম এই পাহাড়ি জুরাছড়ি উপজেলায় এবারের নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির কোন প্রার্থী নেই।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে ৩ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
জুড়াছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচনের সহকারী রির্টানিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে,কোথাও কোন গোলযোগ হয়নি।
পঞ্চম দফা নির্বাচনে আগামী ৩১ মার্চ রাঙামাটি সদর, লংগদু, বিলাইছড়ি ও রাজস্থলী এ চারটি উপজেলা নির্বাচনের মাধ্যমে এ জেলার উপজেলা নির্বাচন শেষ হবে।
