রাঙামাটির জুরাছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত প্রার্থী উদয় জয় চাকমা ৬,২৫৩ (আনারস) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী সুরেশ কুমার চাকমা (কাপ-পিরিচ) পেয়েছেন ২৮৫১ ভোট। এদিকে ভাইস চেয়ারম্যান পদে জনসংহতি সমর্থিত প্রার্থী রিটন চাকমা (তালা)৬২৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি শ্যামল কান্তি চাকমা (উড়োজাহাজ) পেয়েছেন ২৬৮০ ভোট। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে আ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সমর্থিত শেফালী দেওয়ান (পদ্মফুল)৬,০৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্ধী স্বতন্ত্র প্রার্থী মিতা চাকমা (কলস) পেয়েছেন ৪০৩১ ভোট। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন,পুরুষ ভাইস চেয়ারম্যান ৩ জন ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করেছেন। এ উপজেলায় আওয়ামীলীগ ও বিএনপির কোন প্রার্থী ছিলা না। এখানে মোট ভোটার ছিলো ১৫,৩৩২।
