বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ানের নেতৃত্বে রাঙামাটির জুরাছড়ি উপজেলায় করোনা সংকট মোকাবিলায় আক্রান্তদের পরিবারকে অর্থ ও ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। শনিবার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ করোনাভাইরাসের ঝুঁকি করে এ সহায়তা দেন।
সূত্রে জানা গেছে, উপজেলায় করোনা রোগী শনাক্ত হওয়ায় এসব করোনা আক্রান্ত পরিবারকে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ লকডাউন করে দেয়। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ানের নেতৃত্বে করোনা আক্রান্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন, জুরাছড়ি বিএনপির আহ্বায়ক সদস্য দেবতপ্ত চাকমা, জুুুরাছড়ি যুবদল আহ্বায়ক আশুগোপাল চাকমা, উপজেলা যুবদল যুগ্ন আহ্বায়ক রাজেশ চাকমা, যুবদল সদস্য বাবুল চাকমা, উপজেলা ছাত্রদল আহ্বায়ক জুয়েল চাকমা, ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক রিগ্যান চাকমা, ছাত্রদলের সদস্যসচিব কল্লোল চাকমা প্রমুখ।
নেতৃবৃন্দ জানিয়েছেন, করোনা মোকাবিলায় সংগঠনের জন্য যে কোনো সেবামূলক কাজ তারা করে যাবেন।