রাঙামাটির জুরাছড়ি উপজেলা সদরে গোডাউন এলাকায় অগ্নিকান্ডে ৭টি ঘর ও দুটি অফিস সম্পূর্ণ পুড়ে গেছে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে সনতারা চাকমা নামে এক বৃদ্ধার। আহত হয়েছেন আরো দুই জন। গত মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে একটি সরকারি অফিস ও মৈদং ইউপির অস্থায়ী কার্যালয়ও ভম্মীভূত হয়েছে।
দুর্গম পাহাড়ের এ উপজেলায় ফায়ার সার্ভিসের কোনও ইউনিট না থাকায় স্থানীয় জনগণ ও সেনাবাহিনীর সদস্যরা আগুন নেভানোর চেষ্টা চালায়।
জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, আগুনে পুড়ে ১ জনের মারা যাওয়ার কথা স্বীকার করে বলেন আগুনে দুটি অফিস সহ ৭টি ঘর ভস্মিভূত হয়েছে। প্রাথমিকভাবে গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেলেও অগ্নিকান্ডের কারণ অনুস্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি জানান।