রাঙামাটির বাঘাইছড়িতে জাল ভোট দেয়ার সময় এক কিশোরকে আটক করে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুইমাসের জেল দিয়েছেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।
শনিবার দুপুরে উপজেলার বাঘাইছড়ি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট প্রদানকালে সাধন বিকাশ চাকমা নামের এক কিশোরকে চ্যালেজ্ঞ করে ভোটকেন্দ্রের এজেন্টরা। এসময় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আলমও সেখানে উপস্থিত ছিলেন। জাল ভোট দেয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় তিনি তাৎক্ষনিক ওই কিশোরকে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসের কারাদন্ড প্রদান করেন।
আরো দেখুন
কারাতে ফেডারেশনের ব্ল্যাক বেল্ট প্রাপ্তদের সংবর্ধনা
বাংলাদেশ কারাতে ফেডারেশন হতে ২০২১ সালে ব্ল্যাক বেল্ট বিজয়ী রাঙামাটির কারাতে খেলোয়াড়দের সংবধর্না দিয়েছে রাঙামাটি …