জাতীয় শিশু মৌসুমী পুরস্কার প্রতিযোগিতা রাঙামাটি জেলা পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। শনিবার রাঙামাটি শিশু একাডেমী মিলনায়তনে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির অতিরিক্ত জেলাপ্রশাসক মোঃ মোস্তফা জামান। বক্তব্য রাখেন শিশু একাডেমী পরিচালনা কমিটির সদস্য মোঃ মোস্তফা কামাল, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুল ইসলাম ও শিশু একাডেমীর জেলা সংগঠক অচর্না চাকমা।