জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য ও খাগড়াছড়ি আসনে জাতীয় পাটির প্রার্থী সোলায়মান আলম শেঠকে অবাঞ্চিত ও প্রতিহতের ঘোষনা দিয়েছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ। রবিবার দুপুরে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে এ ঘোষানা দেওয়া হয়।
আওয়ামীলীগ প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমীর দত্ত, সাধারন সম্পাদক মো: জাহেদুল আলম, যুগ্ম সম্পাদক এস এম শফি, সাংগঠনিক সম্পাদক মংক্যচিং চৌধুরীসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ এবং অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশ থেকে কেন্দ্রীয় কোন ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা মেনে নেবে না বলেও হুশিয়ারি উচ্চারণ করা হয়।