জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে জেলা আইনগত সহায়তা প্রদান সংস্থার উদ্যোগে আজ সকালে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় খাগড়াছড়ি জজকোর্ট প্রাঙ্গন হতে র্যালীটি বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত প্রাঙ্গনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ইখতিয়ারুল ইসলাম মল্লিক।
বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো: আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্তি চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো: মুমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. নারায়ন চন্দ্র দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোল্লা মিজানুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার হেমায়েত করিম মান্না, জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট বিধান কানুনগো, জেলা বার এসোসিয়েশনের আহবায়ক এড. নাসির উদ্দিন আহমেদ।
আরো দেখুন
খাগড়াছড়িতে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা, তদন্ত কমিটি গঠন
খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল এণ্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানার বিরুদ্ধে দশম শ্রেণীর …