খাগড়াছড়ি পার্বত্য জেলার ৮৬টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়কে দুর্গম এলাকা হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করন করার দাবিতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা।
শুক্রবার বেলা ১২ টায় জেলা শহরের শাপলা চত্বরে বেসরকারি শিক্ষক সমিতির ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন গোলকমনি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুইচিমং মারমা, দুধছড়ি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার চাকমা, অংগ্য হেডম্যান পাড়া বেরসকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজীব চাকমা, মহালছড়ি শিশুমঞ্চ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ মজুমদার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা খাগড়াছড়ির ৮৬টি বিদ্যালয় জাতীয়করণ করার দাবী জানান। মানববন্ধন শেষে শিক্ষকদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মোঃ মাসুদ করিমের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেরণ করেন।
আরো দেখুন
কারাতে ফেডারেশনের ব্ল্যাক বেল্ট প্রাপ্তদের সংবর্ধনা
বাংলাদেশ কারাতে ফেডারেশন হতে ২০২১ সালে ব্ল্যাক বেল্ট বিজয়ী রাঙামাটির কারাতে খেলোয়াড়দের সংবধর্না দিয়েছে রাঙামাটি …