খাগড়াছড়ির মহালছড়ি শ্রী শ্রী দক্ষিণা কালি মন্দিরের আয়োজনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির শুরুতেই বিভিন্ন জায়গা থেকে আগত সনাতন ধর্মাবলম্বী ত্রিপুরা সম্প্রদায় ও হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষের অংশগ্রহণের মধ্য দিয়ে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শনিবার সকাল ৯ টায় শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির প্রাঙ্গণে বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্নেল হুমায়ুন কবির পিএসপি, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশফাকুল নুমান, ক্যাপ্টেন মোতালেব, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান লাব্রেচাই মারমা, শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি রতন কুমার শীল ও শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সাগর চৌধুরী।
আরো দেখুন
বিদ্যুৎ সুবিধাবঞ্চিত মহালছড়ি সদরের ২ গ্রামের মানুষ
আধুনিক প্রযুক্তির ক্রমবিকাশে পাল্টে যাচ্ছে দুনিয়া। প্রতিনিয়ত উদ্ভাবন হচ্ছে নতুন নতুন আবিষ্কার। মানুষের জনজীবনে পড়ছে …