বাঘাইছড়ির বেশিরভাগ স্থানে শান্তিপূর্ণ ভোটগ্রহণ হলেও সাজেক এলাকায় জনসংহতি সমিতির দুই গ্রুপের বিরুদ্ধে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেছেন ইউপিডিএফ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বিশ্বজিত চাকমা হারিহাপ্পা।
তিনি অভিযোগ করেন,সাজেক এলাকার কেন্দ্রগুলোতে জনসংহতি সমিতির এমএনলারমা ও সন্তু গ্রুপের সশস্ত্র কর্মীরা ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে কেন্দ্রে আসতে বাধা দিচ্ছে,এমনকি প্রিসাইডিং অফিসাররাও জীবনের ভয়ে কিছু বলতে পারছেন না বলে অভিযোগ করেন তিনি।
জনসংহতির দুই গ্রুপই বন্দুকের নলের মাধ্যমে নলতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে বলেও অভিযোগ করেন এই প্রার্থী।
বিশ্বজিত চাকমা হারিহাপ্পা সকাল সাড়ে আটটায় রূপকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেছেন বলে জানিয়েছেন।
আরো দেখুন
কারাতে ফেডারেশনের ব্ল্যাক বেল্ট প্রাপ্তদের সংবর্ধনা
বাংলাদেশ কারাতে ফেডারেশন হতে ২০২১ সালে ব্ল্যাক বেল্ট বিজয়ী রাঙামাটির কারাতে খেলোয়াড়দের সংবধর্না দিয়েছে রাঙামাটি …