বান্দরবানে সেনা রিজিয়ন কাপ ফুটবল টূর্ণামেন্টে প্রাণবন্ত দল চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার বিকালে জেলা স্টেডিয়ামে ফাইলনাল খেলায় লামা মিরিঞ্জা ফাইটার্স দলকে ৩-২ গোলে হারিয়ে জয়ী হন সদর জোনের প্রাণবন্ত দল। খেলায় সেরা খেলোয়ারের পুরস্কার পেয়েছেন মনির।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি’সহ পুরস্কার বিতরণ করেন বান্দরবান ৬৯ সেনা রিজিয়ন কমান্ডার ব্রীগেডিয়ার জেনারেল নকিব আহমদ চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে বিজিবি বান্দরবান সেক্টর কমান্ডার কর্ণেল অলিউর রহমান, বান্দরবান জোন কমান্ডার লে: কর্ণেল নাজমুল হক, জেলা পুলিশ সুপার দেবদাস ভট্টার্য, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী ইসলাম বেবী’সহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানায়, টূর্ণামেন্টে জেলার সাত উপজেলার ৭টি দল অংশ গ্রহণ করে। গত ২৯ ডিসেম্বর থেকে টূর্ণামেন্ট শুরু হয়।