পার্বত্য শান্তিচুক্তির ১৬ বর্ষ পূর্তিতে নানা জায়গায় নানা আয়োজনের ভীড়ে ব্যতিক্রমী এক আয়োজন করেছে লংগদু সেনা জোন। সম্প্রীতির ঐতিহাসিক দিনটির স্মরণে তারা আয়োজন করে প্রীতি ফুটবল ম্যাচ।
লংগদু সেনা জোনের তত্ত্বাবধানে সোমবার বিকেলে নিরাপত্তা বাহিনী বনাম লংগদু উপজেলার জনসাধারণের মধ্যে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে নিরাপত্তা বাহিনী ৩-০ গোলে লংগদু উপজেলাবাসি দলকে পরাজিত করে বিজয়ী হয়েছে।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন লংগদু জোনের কমান্ডার লে.কর্ণেল আজহার উদ্দিন আহাম্মদ পিএসসি। এসময় উপস্থিত ছিলেন লংগদু উপজেলা চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, ৮ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ কামাল উদ্দিন, লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
পার্বত্য শান্তিচুক্তির দিনটি স্মরণে সেনাবাহিনীর এই উদ্যোগ উপজেলায় ব্যাপক সাড়া ফেলে।