রাঙামাটির জজ আদালতের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লামং এর বিদায় উপলক্ষে সংবর্ধনা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। রোববার বিকেলে রাঙামাটি জজ কোর্টে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট দুলাল কান্তি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি আদালতের জজ শামস্ উল আরেফিন। এতে বক্তব্য রাখেন পিপি এড. রফিকুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট মোক্তার আহমেদ ও এ্যাডভোটেক প্রতীম রায়, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাডভোকেট হ্লা থোয়াই মারমা।
লামং রাঙামাটিতে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনকালে যে সততা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন তা রাঙামাটিতে অন্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মতব্যক্ত করেন।
বিদায় অনুষ্ঠানে সিনিয়র ম্যাজিস্ট্রেটবৃন্দ ও আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।
Ato gula je pic uthailen, 1tao to uplode korlen na. #Pahar24