দেশের কিংবদন্তী ফুটবলার অরুন চন্দ্র চাকমা মঙ্গলবার শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন।
এদিন দুপুরে রাঙামাটির সদর হাসপাতালে ৮৩ বছর বয়সে দেহত্যাগ করলেন অবিভক্ত পাকিস্তান জাতীয় ফুটবল দলের খেলোয়াড়,পূর্বপাকিস্তান ফুটবল দলের খেলোয়াড়,ফুটবল ও এ্যাথলেটিক্স এর ন্যাশনাল কোচ অরুন।
সোমবার হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাঙামাটি সদর হাসপাতালে আনা হয়।
রাঙামাটি শহরের মন্ত্রীপাড়ার বাসিন্দা অরুন চন্দ্র চাকমা মৃত্যুকালে দুইছেলে ও এক মেয়েকে রেখে গেছেন। আগামীকাল বৃহস্পতিবার তার মৃতদেহ সৎকার করা হবে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
অরুন চাকমার মৃত্যুতে রাঙামাটির ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে। রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সুনীল কান্তি দে,সাধারন সম্পাদক বরুন দেওয়ান,জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি ও পৌর মেয়র সাইফুল ইসলাম ভূট্টো গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।