‘পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে যে সংঘাত চলছে তার অবসান চাই। সকল সমস্যার সম্মনাজনক,গনতান্ত্রিক অবসান চাই। দেশের যে শীর্ষস্থানীয় রাজনৈতিক দলসমূহ রয়েছে তাদের এবং সরকার ও বিরোধী দলের মধ্যে বোঝাপড়া হোক,সমঝোতা হোক,যাতে সবার অংশগ্রহণে স্বচ্ছ,নিরপক্ষে এবং গনতান্ত্রিক,সবার অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি হয় সেই প্রত্যাশা করছি।’
বৃহস্পতিবার বিকালে রাঙামাটির রাজবন বিহারে কঠিন চীবর দানোৎসব এর উদ্বোধনী অনুষ্ঠানে চাকমা রাজা দেবাশীষ রায় এসব কথা বলেন। তিনি আরো বলেন,গ্রহনযোগ্য নির্বাচনের মাধ্যমে এদেশে গনতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আমরা শান্তিকামী মানুষ সংঘাত চাই না। দানোৎসব উপলক্ষে বেলা তিনটায় বেইন কর্মীদের পঞ্চশীল গ্রহণের মধ্যে দিয়ে বেইনঘর ও চড়কায় সুতা কাটার উদ্বোধন করেন চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়। পরে চরকায় সুতা কেটে অনুষ্ঠানের সূচনা করেন।
আরো দেখুন
অ্যাডভেঞ্চার উৎসবের মাধ্যমে ট্যুরিজমকে জনপ্রিয় করা সম্ভব: পার্বত্য মন্ত্রী
পার্বত্য চট্টগ্রাম সম্প্রীতি অঞ্চল অভিহিত করে পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি বলেছেন, খেলাধূলার …