রাঙামাটি জেলা শহরের রিজার্ভ বাজারে প্রকাশ্যেই গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে শহরের রিজার্ভ বাজার লঞ্চঘাটে মাংস বিক্রি করছিলো তারা।
আদালত সূত্রে জানা গেছে, বিক্রিত মাংসকে তারা গরুর মাংস বললেও ক্রয় করা একাধিক ব্যক্তির সন্দেহ হলে তারা চ্যালেঞ্জ করে। পরে পুলিশ-সেনাবাহিনীসহ রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী মাজিস্ট্রেট মশিউর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সেখানে গিয়ে প্রমাণ পায় যে, বিক্রিত মাংসগুলো গরুর নয়, ঘোড়ার। তাৎক্ষণিকভাবেই তাদের দুজনকে ৭ দিনের কারাদন্ড প্রদান করে আদালত।
অভিযুক্ত দুইজনই রাঙামাটির লংগদু এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান জানিয়েছেন, ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ধারা মতে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হয়েছে।