খাগড়াছড়ির দীঘিনালায় শুক্রবার আনসার কমান্ডার নায়েক আমির হোসেনকে গুলি করে পালিয়ে যাওয়া আনসার সদস্য রফিকুল ইসলামকে আটক করেছে সেনাবাহিনী।
শনিবার দুপুরে মেরুং-লংগদু সড়কের চৌধুরী পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
এর আগে শনিবার সকালে ঘটনাস্থল চৌধুরটিলা আনসার পোস্টের সংলগ্ন জঙ্গল থেকে তার পালিয়ে যাওয়ার সময় নিয়ে যাওয়া অস্ত্রটি এবং ৮০ রাউন্ড তাজা গুলিও উদ্ধার করে সেনাবাহিনী।
প্রসঙ্গত,শুক্রবার পোষ্টে ডিউটি বন্টন করার সময় কথার শব্দে ঘুমের ডিস্টার্ব হচ্ছে বলে রেগে উঠে আসে রফিকুল। এক পর্যায়ে বন্দুক নিয়ে গুলি করতে উদ্যোত হলে তাকে নিবৃত্ত করতে গেলে পোষ্ট কমান্ডার আমির হোসেকে কেই প্রথমে গুলি করে হত্যা করে সে। এ অবস্থায় অন্যান্য সদস্যরা দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন।
নিহত নায়েক আমির হোসেন এবং ঘাতক রফিকুল দুজনেরই বাড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং এলাকায়।