সারাদেশে গুম-হত্যার প্রতিবাদে বান্দরবানে বিএনপি’সহ জোটের নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। শনিবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে বিএনপিসহ ২০ দলীয় জোটের ব্যানারে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে বিএনপি এবং জামায়াতের অঙ্গসংগঠনগুলো ছাড়া জোটের অন্য দলগুলোর কাউকে দেখা যায়নি। পরে একইস্থানে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সভাপতি সাচিংপ্রু জেরী, জেলা জামায়াতের আমীর আব্দুস সালাম আজাদ, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মজিবর রশিদ, শ্রমিকদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাহাদাত হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি সাবিকুর রহমান জুয়েল, জামায়াত নেতা রেজাউল করীম, মহিলা দলের আহবায়ক নিরুতাজ বেগম’সহ জোটের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার স্বৈরাচারী সরকার। সারাদেশে গুম, হত্যা, মামলা হামলা করে দেশের মানুষকে ভীত করে তুলেছে। দেশের মানুষ ঘরের ভিতরে বাইরে কোথাও নিরাপদ নয়। রাষ্ট্রিয় দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটানো হবে। ’
আরো দেখুন
কঠোর ‘লকডাউনে’ বান্দরবান, বাড়ছে শনাক্ত রোগীর সংখ্যা
নভেল করোনাভাইরাসের সংক্রমণরোধে কঠোর লকডাউন চলছে বান্দরবানে। সরকার ঘোষিত লকডাউন কার্যকরে মাঠে নেমেছে প্রশাসনের নির্বাহী …