বান্দরবানে ঝড়ো হাওয়ায় গাছের ডাল ভেঙ্গে পড়ে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার সূয়ালক ইউনিয়নে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সূয়ালক ইউনিয়নের ঝড়ো হাওয়ায় স্কুলের পাশ্ববর্তী গাছের ডাল ভেঙ্গে মাথায় পড়ে ভূমিকা তঞ্চঙ্গ্যা (৭) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত ছাত্রী সূয়ালক বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। সে সূয়ালক বঙ্গপাড়ার বাসিন্দার সজল কান্তি তঞ্চঙ্গ্যার মেয়ে।
সূয়ালক ইউপি মেম্বার আব্দুচ সবুর বলেন, স্কুলের বাইরে খেলাধূলা করার সময় বাতাসে গাছের ডাল ভেঙ্গে মাথায় পড়লে শিশুটির মৃত্যু হয়। খবর পেয়ে ছাত্রীকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমির হোসেন জানান, ঝড়ো হাওয়ায় গাছের ডাল ভেঙ্গে মাথায় পড়লে আঘাত পেয়ে শিশু ছাত্রীর মৃত্যু হয়।