খাগড়াছড়ি শহর সমাজসেবা কার্যালয়ের আওতায় বিভিন্ন কর্মদলের ঋণ গ্রহীতাদের মাঝে ছয় লক্ষ ষাট হাজার টাকা পুন:বিনিয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সুদমুক্ত ক্ষুদ্র ঋণের বিনিয়োগের টাকা গ্রহীতাদের হাতে তুলে দেয়া হয়।
একই সাথে সমন্বয় পরিষদ শহর সমাজসেবা কার্যালয় এর নতুন ট্রেড বিউটিফিকেশন কোর্স এর ট্রেনিং কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়। খাগড়াছড়ির পৌরসভার মেয়র রফিকুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কোর্সের শুভ উদ্বোধন করেন এবং ঋণ গ্রহীতার মাঝে ঋণ বিতরণ করেন । তিনি এসময় আশাবাদ ব্যক্ত করেন যে, এই ঋনের টাকার যথাযথ ব্যবহারের মাধ্যমে উপকারভোগিরা নিজেরা যেমন উপকৃত হবেন,তেমনি খাগড়াছড়ির আর্থ সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখতে পারবেন।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ পরিচালক অমল বিকাশ চাকমা। খাগড়াছড়ি শহর সমন্বয় পরিষদের সভাপতি এস এম শফি এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া খাগড়াছড়ি শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার রোকেয়া বেগম এসময় উপস্থিত ছিলেন।
আরো দেখুন
কারাতে ফেডারেশনের ব্ল্যাক বেল্ট প্রাপ্তদের সংবর্ধনা
বাংলাদেশ কারাতে ফেডারেশন হতে ২০২১ সালে ব্ল্যাক বেল্ট বিজয়ী রাঙামাটির কারাতে খেলোয়াড়দের সংবধর্না দিয়েছে রাঙামাটি …