খাগড়াছড়ির জেলা সদরের জিরোমাইল এলাকা থেকে শুক্রবার গভীর রাতে আবু তাহের(৩৫) নামে এক অটোরিক্সা চালককে অপহরণ করা হয়েছে।
অপহৃত আবু তাহের জেলা সদরের কলেজ গেইট এলাকার মৃত আব্দুর রশিদ মন্ডল।
অপহৃত আবু তাহেরের শ্যালক মোঃ সোহেল রানা জানান, ‘রাত সাড়ে ১০টার দিকে দুলাভাই আমাকে ফোন দিয়ে বলেন জিরো মাইল এলাকায় পাহাড়ী কয়েকজন যুবক তাকে আটকে রেখেছে। এর পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে চাবিসহ অটোরিকক্সাটি পাওয়া গেছে। তবে অপহৃত ব্যক্তির খোজঁ নেই। তাকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।
আরো দেখুন
খাগড়াছড়িতে ছাত্রলীগের আনন্দ র্যালি
বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালি করেছে খাগড়াছড়ি …