দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করায় রামগড় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় জেলা বিএনপির সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান বেলায়েত হোসেন ভূইয়াঁকে বহিষ্কার করা হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ইউছুফ মিয়া মঙ্গলবার বহিস্কার করার বিষয়টি নিশ্চিত করেছেন।
আসন্ন রামগড় উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ভূইয়াঁ। তবে এই সিদ্ধান্ত উপক্ষো করে আবার নির্বাচনে অংশ নেন বর্তমান চেয়ারম্যান এবং শহিদুল ইসলাম ভূইয়াঁর চাচা বেলায়েত হোসেন ভূইয়াঁ। তিনি রামগড় নাগরিক কমিটি’র ব্যানারে নির্বাচনে অংশ নিচ্ছেন।