পার্বত্য জেলা খাগড়াছড়ির ঐতিহ্যবাহী খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থীদের পরিবহনের জন্য একটি বাস বরাদ্দ দিয়েছে খোগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জাতিসংঘ উন্নয়ন সহায়তা কর্মসূচীর-পার্বত্য চট্টগ্রাম প্রকল্প।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়নাধীন UNDP-CHTDF এর “Promotion of Development & Confidence Building in the Chittagong Hill Tracts” প্রকল্পের আওতায় প্রগতি ইন্ডাষ্ট্রিজ লিমিটেড হতে খাগড়াছড়ি সরকারি কলেজের জন্য ক্রয়কৃত ৫৭ সীট বিশিষ্ট (টাটা-১৩১৬/টিসি) বাসটি গত ২০ জানুয়ারি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব নব বিক্রম কিশোর ত্রিপুরা কর্তৃক অধ্যক্ষ, খাগড়াছড়ি সরকারি কলেজ এর নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। রাংগামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড-এ অনুষ্ঠিত হস-ান-র অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব বাসুদেব আচার্য,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড-এর ভাইস-চেয়ারম্যান জনাব তরুণ কানি- ঘোষ, খাগড়াছড় পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ সালাউদ্দিন, UNDP-CHTDF এরপ্রকল্প পরিচালক সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জেলার সবচে গুরুত্বপূর্ণ এই শিক্ষা প্রতিষ্ঠানে বাস দেওয়ায় শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরনের পাশাপাশি যাতায়াত সমস্যাও লাঘব হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
college a bash dise ha ha
RANGAMATI PARBOTTHO JELA PORISHAD DEBE BAAS (BEMBO)