খাগড়াছড়ি আসনের ৪টি ভোট কেন্দ্র লক্ষ্য করে ৬টি ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবুল কালাম নামে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা ৭টার দিকে জেলা সদরের শালবন বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র লক্ষ্য করে পর পর ২টি ককটেল বিষ্ফোরণ ঘটানো হয়। এর কিছু সময় পর শহরের শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ১টি, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র লক্ষ করে ১টি এবং গুইমারা থানার জালিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় লক্ষ করে ২টি ককটেল বিষ্ফোরণ ঘটানো হয়।
এই বিষয়ে জানতে চাইলে খাগড়াছড়ি পুলিশ সুপার শেখ মিজানুর রহমান জানিয়েছেন,‘ দূস্কৃতিকারীরা মূলত আতংক তৈরির জন্য এই অপচেষ্টা চালাচ্ছেন। ইতিমধ্যে জড়িত একজনকে আটক করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।
আরো দেখুন
খাগড়াছড়িতে ছাত্রলীগের আনন্দ র্যালি
বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালি করেছে খাগড়াছড়ি …