খাগড়াছড়িতে দ্বিতীয়দিনের হরতাল পালিত হচ্ছে শান্তিপূর্নভাবে। এখনো কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে হরতালের প্রথমদিনে মহালছড়িতে আওয়ামীলীগ অফিসে হামলা ও নেতাকর্মীদের আহত করার ঘটনায় দায়েল করা মামলায় প্রায় আড়াই‘শ বিএনপি নেতাকর্মী এবং মানিকছড়িতে সহিংসতার ঘটনায় আরো ৩শ বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীর নামে মামলা হয়েছে।
অপরদিকে জেলার মানিকছড়িতে ১৪৪ ধারা বহাল রয়েছে। তবে, ১৪৪ ধারা উপেক্ষা করে আওয়ামীলীগ মটর সাইকেল মহড়া দিলে বিএনপি কর্মীরা হামলা চালালে সেখানে আওয়ামীলীগ নেতাসহ ৩জন আহত হয়েছে। এছাড়া একজন ছাত্রদল নেতাকে ক্ষমতাসীন দলের কর্মীরা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী এসব অভিযোগ অস্বীকার করেছেন।
অপরদিকে মহালছড়ি উপজেলা ও চৌংড়াছড়ি অফিস ভাংচুরের ঘটনায় বিএনপি প্রায় দুই শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মীকে আসামী পৃথক দু’টি মামলা দিলেও পুলিশ এখনো মামলা গ্রহন করেনি বলে অভিযোগ করেছেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি হোসেন মো: বাবু। তবে তা অস্বীকার করেছেন মহালছড়ি থানার অফিসার ইনচার্জ সেমায়ুন কবীর চৌধুরী।
এদিকে সোমবারও হরতালের সমর্থনে বিকেলে শহরে মিছিল করেছে জেলা বিএনপি। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। একই সাথে সোমবার দুপুরের পর থেকে খাগড়াছড়ি শহরে বিজিবি মোতায়েন করা হয়েছে। শহরের আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রন ও সম্ভাব্য নাশকতা ঠেকাতেই এই মোতায়েন বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।