খাগড়াছড়ি জেলার মানিকছড়ি ও রামগড় উপজেলার মধ্যবর্তী মরাকয়লা নামক এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক ইউপিডিএফ কর্মী নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা পোনে ১২টার দিকে এই ঘটনা ঘটে।
জানা যায়, নিহত ব্যক্তির নাম গোপাল চাকমা ওরফে তপন (৩৭)। দুর্গম এই গ্রামের বাইন্যার দোকানের বসে চা খাওয়ার সময় একদল অস্ত্রধারী খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়।
ইউপিডিএফ এর কেন্দ্রীয় মূখপাত্র নিরন চাকমা নিহত ব্যক্তিকে তাদের কর্মী দাবী করে জানান, সন্তু লারমার মদদপুষ্ট বোরখা পার্টির সন্ত্রাসীরা এই হামলায় জড়িত ছিল। অবশ্য জনসংহতি সমিতি এই অভিযোগ অস্বীকার করেছে।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, এরআগে গত ৪ নভেম্বর জেলার মানিকছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছিলেন সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস) এর সক্রিয় সদস্য আপ্রু অং মারমা ওরফে পেশকা মারমা (৩৫)। ধারণা করা হচ্ছে,ওই ঘটনার পাল্টা প্রতিশোধ হিসেবেই এই হত্যাকান্ড ঘটে থাকতে পারে।
আরো দেখুন
সৌরশক্তি ব্যবহার করে সেচ সুবিধার আওতায় কৃষক
খাগড়াছড়ি পার্বত্য জেলার শুকনো মৌসুমে চাষযোগ্য জমির প্রায় অর্ধেকের মতো খালি পড়ে থাকে সেচের অভাবে। …