পাহাড়ী গৃহবধূ সবিতা চাকমা হত্যার জের ধরে দু’পক্ষের মধ্যে বুধবার ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের মোট ৮ জন আহত হয়েছে। এর আগে মঙ্গলবার বিকালে সংঘর্ষে আহত হয় ৬ জন। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে খাগড়াছড়ি জেলা সদরের কমলছড়ি ইউনিয়ন ও মহালছড়ি উপজেলায় বুধবার বিকাল ৪টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মোঃ মাসুদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ (বুধবার) বিকাল ৪টা থেকে ২৮ তারিখ রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
অতিরিক্তি জেলা প্রশাসক মোছাম্মদ আনার কলি ১৪৪ ধারা জারি করেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ টহল দিচ্ছে।
আরো দেখুন
কারাতে ফেডারেশনের ব্ল্যাক বেল্ট প্রাপ্তদের সংবর্ধনা
বাংলাদেশ কারাতে ফেডারেশন হতে ২০২১ সালে ব্ল্যাক বেল্ট বিজয়ী রাঙামাটির কারাতে খেলোয়াড়দের সংবধর্না দিয়েছে রাঙামাটি …