পাহাড়ী গৃহবধূ সবিতা চাকমা হত্যার জের ধরে দু’পক্ষের মধ্যে বুধবার ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের মোট ৮ জন আহত হয়েছে। এর আগে মঙ্গলবার বিকালে সংঘর্ষে আহত হয় ৬ জন। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে খাগড়াছড়ি জেলা সদরের কমলছড়ি ইউনিয়ন ও মহালছড়ি উপজেলায় বুধবার বিকাল ৪টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মোঃ মাসুদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ (বুধবার) বিকাল ৪টা থেকে ২৮ তারিখ রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
অতিরিক্তি জেলা প্রশাসক মোছাম্মদ আনার কলি ১৪৪ ধারা জারি করেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ টহল দিচ্ছে।
আরো দেখুন
খাগড়াছড়িতে ছাত্রলীগের আনন্দ র্যালি
বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালি করেছে খাগড়াছড়ি …